রাজবাড়ীতে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবুওয়াছিদ্দিন পাড়ায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে শরিফুল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে

রাজবাড়ীতে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবুওয়াছিদ্দিন পাড়ায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে শরিফুল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে দৌলতদিয়ার নবুওয়াছিদ্দিন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দের দেবগ্রামের আজিজ খাঁর ছেলে। আহত সাগর (১৮) গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দির আজাদ খাঁর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ওই দুজন গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের মোস্তফা মেটাল ইন্ড্রাস্ট্রিজ ও মকবুলের দোকানের মাঝামাঝি এলাকার নবুওয়াছিদ্দিন পাড়ায় পৌঁছালে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে ইজিবাইক ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফুল মারা যান। আহত সাগরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত একজনকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।