রাজধানীতে ব্যবসায়ীসহ ৫ জনের আত্মহত্যা

ছোট ভাইয়ের সঙ্গে মোবাইলের সিম খোলা নিয়ে ঝগড়া হয় মুশফিকার।

রাজধানীতে ব্যবসায়ীসহ ৫ জনের আত্মহত্যা

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর তুরাগে রোববার বিকালে এক পুলিশ সদস্যের বাসা থেকে তার সৎমেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, তুরাগের ডি ব্লকের ৪ নম্বর সড়কে পুলিশের কনস্টেবল রবিউল আলমের (৩২) বাসা থেকে তার সৎমেয়ে মুশফিকা নাজনিন মুভির লাশ উদ্ধার করা হয়েছে। মুশফিকা তুরাগ এলাকার স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা মোবিন মোল্লা ছিলেন সৌদি প্রবাসী, বাড়ি যশোরে। দুই সন্তান রেখে প্রায় এক যুগ আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 

বছর তিনেক আগে কনস্টেবল রবিউল আলমকে বিয়ে করেন মুশফিকার মা শ্যামলী আক্তার। দুই ছেলেমেয়েকে নিয়েই শ্যামলী তার দ্বিতীয় স্বামীর সংসারে থাকেন। এই ঘরেও শ্যামলী আক্তারের এক বছরের একটি ছেলে আছে। কনস্টেবল রবিউল আলমের দাবি, মুশফিকা ‘আত্মহত্যা’ করেছে। অন্যদিকে মুশফিকার চাচা রুহুল আমিন এই মৃত্যুর পেছনে রবিউলের ‘হাত’ আছে বলে সন্দেহ করছেন। 

ওসি মওদুত হালদার বলেন, ছোট ভাইয়ের সঙ্গে মোবাইলের সিম খোলা নিয়ে ঝগড়া হয় মুশফিকার। এ থেকেই সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তার সৎবাবা দাবি করেছেন।

তুরাগ থানার এসআই উপমা কুণ্ডু জানান, খবর পেয়ে তিনি ওই বাসায় গিয়ে দোতালার একটি কক্ষ থেকে মুশফিকার ঝুলন্ত লাশ নিচে নামান। মুশফিকার ছোট ভাই জানালা দিয়ে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে বাসার সবাই আসে, এরপর তারা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে।

মুশফিকার মৃত্যুর খবর পেয়ে চাচা রুহুল আমিন, চাচাতো ভাই মনিরসহ কয়েকজন আত্মীয় যশোর থেকে ঢাকায় আসেন। রুহুল আমিন বলেন, ও আত্মহত্যা করার মতো মেয়ে নয়, খুবই শান্তশিষ্ট। যদি আত্মহত্যাই করে থাকে, তাহলে এর পেছনে বড় ধরনের কোনো কারণ রয়েছে। এ ঘটনার পেছনে সৎ বাবার কোনো ভূমিকা আছে কিনা সেটা তদন্ত করে দেখা জরুরি। লাশের সুরতহাল প্রতিবেদনে বাবার নামের জায়গায় সৎ বাবা রবিউলের নাম থাকায় বিস্ময় প্রকাশ করেন মুশফিকার চাচা রুহুল আমিন।
 
এসআই উপমা কুণ্ডু বলেন, মুশফিকার স্কুল কলেজে বাবার নাম রবিউল আছে, মোবিন মোল্লা নেই। তাছাড়া পরিবারের সদস্যরা যা বলেছে, তাই লেখা হয়েছে। ওসি মওদূত হালদারও জানিয়েছেন, রবিউল আলম যে মেয়েটির সৎ বাবা, সেটা তারা পরে জানতে পেরেছেন। আর এসআই উপমা কুণ্ড বলছেন, মেয়েটি আত্মহত্যাই করেছে কিনা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এ ব্যাপারে কথা বলতে মুশফিকার মা শ্যামলী আক্তার এবং মামা রিপনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি। ওসি মওদূত হাওলাদার জানিয়েছেন, মুশফিকার মৃত্যু বা বাবার পরিচয় নিয়ে তার চাচা থানায় এসে অভিযোগ করলে পুলিশ তদন্ত করবে। 

শুক্রবার বিকালে রাজধানীর বনশ্রীর বাসা থেকে জুবায়ের হোসেন হৃদয় (২৩) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

জুবায়েরের মামা সোহাগ জানান, শুক্রবার জুবায়েরের গাজীপুরের কালিয়াকৈর যাওয়ার কথা ছিল। তাকে একাধিকবার ফোন করেও পাচ্ছিলাম না। পরে বিকালে বনশ্রীতে তার ভাড়া বাসা যাই। সেখানে গিয়ে তার দরজা ভেতর থেকে বন্ধ পাই। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাইনি। পরে বাড়ির কেয়ারটেকারকে নিয়ে দরজা ভেঙ্গে দেখি ফ্যানের সঙ্গে গামছায় ঝুলছে সে।

তিনি আরও বলেন, পরে আশপাশের লোকজনকে ডেকে তাদের সহযোগিতায় জুবায়েরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। জুবায়েরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। তারা বাবার নাম আব্দুল হালিম।

রাজধানীর গুলশানে ঈদের পরদিন রোববার সকালে নিজ বাসায় এস এম জাহিদুর রহমান নামের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী আত্মহত্যা করেন। 

স্বজনদের বরাত দিয়ে গুলশান থানার এসআই শাকির হাসান সৌরভ জানান, এস এম জাহিদুর রহমান রিয়েল এস্টেটের ব্যবসা করতেন। কয়েক বছর ধরে ব্যবসায় লোকসান দিয়ে আসছিলেন। এতে বিগত তিন বছর ধরে শারীরিকভাবেও অসুস্থতায় ভুগছিলেন তিনি। দেশ-বিদেশে চিকিৎসাও করানো হয় তাকে। রোববার ভোরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

এসআই শাকির হাসান সৌরভ জানান, পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে। খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত ওসমান গনির ছেলে তিনি। গুলশান ২ নম্বরের ৫৩ নম্বর রোডে পরিবার নিয়ে থাকতেন।

এদিকে গত শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাতনামা এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দিরের পাশে বকুলগাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পথচারীরা। ওই তরুণী সোহরাওয়াদীয় উদ্যানে ঘোরাফেরা করতেন। তাকে আঁখি নামে চিনতেন লোকজন। তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। পরনে প্রিন্টের থ্রি-পিস ছিল।

শাহবাগ থানার এসআই ইকবাল হোসেন জানান, শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দিরের পাশে বকুল গাছের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তরুণীকে দেখতে পান পথচারিরা। পরে তারা থানায় খবর দিলে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। 

শুক্রবার রাজধানীর শ্যামপুরে স্বামীর সঙ্গে অভিমানে কীটনাশক পান করে স্ত্রী দিলরুবা আক্তার পিংকি (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

মৃতের স্বামী আবদুল্লাহ শাহীন জানান, শ্যামপুর চৌরাস্তা মীর হাজীরবাগের বাড়িতে শুক্রবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। পরে স্ত্রী অভিমান করে গোপনে ঘরে রাখা কিটনাশক পান করে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ মিয়া বলেন, ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।