রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর দক্ষিণখান থানার চেয়ারম্যান বাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অফিল মিয়া (৬০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে এ ঘটনাট ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে তারা অফিল মিয়ার মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত অফিল মিয়ার বাসা দক্ষিণখানের দক্ষিণ কাজীবাড়ী এলাকায়। তার বাবার নাম নুরু মিয়া।