রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ আহত ২
গত বৃহস্পতিবার রাতে ঘটনা দুটি ঘটে। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর ধানমণ্ডি ও আজিমপুরে পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। তারা হলেন- ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী শামসুর রহমান (২২) এবং টেইলার্সের কর্মচারী রিপন (১৮)। গত বৃহস্পতিবার রাতে ঘটনা দুটি ঘটে। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শিক্ষার্থী শামসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত শামসুর রহমানের মা শামসুন্নাহার জানান, তারা মিরপুর ২ নম্বর সেকশনের মনিপুর এলাকায় থাকেন। শামসুর রহমান আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ধানমণ্ডির সিটি কলেজের পাশে কম্পিউটার কোর্স করে। সেখান থেকে মিরপুর লিংক বাসযোগে বৃহস্পতিবার রাতে বাসায় ফিরছিল। পথিমধ্যে মানিক মিয়া এভিনিউর ধানমণ্ডি গভ. বয়েস স্কুলের সামনের রাস্তায় চলন্ত বাসের জানালা দিয়ে তার মোবাইলটি টান দেয় ছিনতাইকারী। তখন শামসুর দ্রুত বাস থেকে নেমে ছিনতাইকারীর পিছু নেয়।
কিছুদূর যেতেই কয়েকজন ছিনতাইকারী একত্রিত হয়ে তার উপর উল্টো হামলা চালায়। তারা শামসুরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তারা ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান।
শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় আহতের খালু মীর আবুল হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করেছেন। জড়িত ঘাতককে চিহ্নত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত শামসুর একজনের নাম বলেছে বলে জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার রাতে নিউমার্কেট নীলক্ষেত এলাকার টেইলার্সের দোকানের কর্মচারী রিপন কাজ শেষে আজিমপুরে বটতলা এলাকার বাসায় যাচ্ছিল। রাত ১০টার পরে আজিমপুর এলাকায় হয়ে যাওয়া পথে মোবাইলে কথা বলছিলেন তিনি। এ সময় ৫ থেকে ৬ জন যুবক তার পথরোধ করে।
ছিনতাইকারীরা তার মোবাইল কেড়ে নিতে চাইলে বাধা দেয় রিপন। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে নগদ অর্থসহ মোবাইল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তার ভাই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
জানতে চাইলে লালবাগ থানার ডিউটি অফিসার এএসআই শহিদুল জানান, এরকম কোনো ঘটনা তাদের জানা নেই। থানায় মামলাও হয়নি।