রাজধানীতে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার  

 রাজধানীতে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার   

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীতে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কদমতলী থানার নামাশ্যামপুর বটতলা ওয়াসা পানির পাম্পের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. জিনাত রেহানা বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান এসআই।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি ১০-১২ দিন আগে ওই এলাকায় বৃদ্ধা আসেন। তিনি পাগল প্রকৃতির ছিলেন। আমাদের ধারণা অসুস্থজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।