যশোরে এক ওড়নায় ঝুলছিলেন স্বামী-স্ত্রী

শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারের জনৈক আব্দুর রহিমের বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

যশোরে এক ওড়নায় ঝুলছিলেন স্বামী-স্ত্রী

প্রথম নিউজ, যশোর: যশোরের বেনাপোলে ছয় মাসের বাচ্চার কান্নার শব্দে ঘরে উঁকি দিয়ে মিলল এক ওড়নায় পেঁচানো স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ। শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারের জনৈক আব্দুর রহিমের বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।  নিহত ওই দম্পতি মৃত কালাম হোসেনের ছেলে মো. ইয়ামিন (২৮) এবং ইয়ামিনের স্ত্রী মোসা. তনু (২৪)। 

পুলিশ জানায়, ওই দম্পতি এক সপ্তাহ আগে উল্লিখিত বাসাটি ভাড়া নেন। ইতিপূর্বে তারা যশোরে পুলেরহাটে বসবাস করতেন। ইয়ামিনের একটি পোলট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য তিনি নিজের বাড়ি-জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির ছয় মাসের একটি সন্তান রয়েছে। আজ ভোরে প্রতিবেশীরা বাচ্চার কান্নার শব্দে ঘরের ভেতর জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। এর পর পুলিশকে খবর দিলে ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, বাহাদুরপুর বাজারের পাশে একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।