যাত্রাবাড়ীর এক বই বিক্রেতা চার দিন ধরে নিখোঁজ
১০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তিনি যাত্রাবাড়ীর কুতুবখালীর মাদ্রাসা মার্কেট থেকে ক্রেতার বই পৌঁছে দেওয়ার জন্য বের হন।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিখোঁজ বই বিক্রেতা মাহমুদুল হাসানকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তা নিয়ে মাহমুদুলের সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। যাত্রাবাড়ী থানার ওসি জানান, কোনো মামলায় মাহমুদুল হাসান গ্রেপ্তার হয়েছেন কি না, সে ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ অন্যান্য সংস্থার কাছে খোঁজ নেওয়া হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: