যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় যুবক নিহত

যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় যুবক নিহত

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর থানার শনির আখড়া ধনিয়া কলেজের সামনে অজ্ঞাত দ্রুতগতির গাড়ির ধাক্কায় মো. রাসেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রাসেল মিয়াকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. নাঈম হোসেন বলেন, রাসেল পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। আমি তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত রাসেল যাত্রাবাড়ীর নয়ানগর রোড এলাকার মো. বকুল মিয়ার ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।