মোহাম্মদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

মোহাম্মদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে কনকর্ড রেডিমিক্সের ট্রাকের ধাক্কায় সোহান নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সকালে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার শাহা এ তথ্য জানান।

শিশুটির বাবার নাম মো. আলামিন। তিনি পরিবার নিয়ে ঢাকা উদ্যান এলাকায় থাকেন।

সুজিত কুমার শাহা বলেন, ‘রবিবার কনকর্ড রেডিমিক্সের একটি ট্রাক ঢাকা উদ্যান এলাকায় গিয়েছিল। গাড়িটি সামনে থেকে পেছনের দিকে যাওয়ার সময় পেছনে থাকা শিশু সোহান চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। ওই সময় বাসার অদূরে খেলা করছিল শিশুটি।

তিনি বলেন, ‘এ ঘটনায় গাড়িটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মর্গে পাঠানো হবে।
Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফলো ক