মশাল মিছিল থেকে ছাত্রদল নেত্রী শিরীনসহ আটক ৩
গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকায় ছাত্রদলের সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে হরতালের সমর্থনে মশাল মিছিল বের হয়।
প্রথম নিউজ, অনলাইন: বিএনপির ডাকা হরতাল সমর্থনের মিছিল থেকে ইডেন কলেজ ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরিন সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। অন্য ২ জন মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ পারভেজ খাঁন ও হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রদল কর্মী তানভীর অপূর্ব। গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকায় ছাত্রদলের সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে হরতালের সমর্থনে মশাল মিছিল বের হয়। সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নাসির।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ডামি নির্বাচন বন্ধ দাবিতে আগামীকালের ডাকা হরতালের সমর্থনে আমরা মগবাজার এলাকায় মশাল মিছিল করলে পিছন থেকে ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়। এরপর পুলিশ ৩ জনকে আটক করে।