মিশরের পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন
সোমবার ভোরে ওই নিরাপত্তা বিষয়ক কমপ্লেক্সের আগুন আকাশে উঠে যাচ্ছে। প্রত্যক্ষদর্শী দু’ব্যক্তি বলেছেন, ঘটনাস্থলে পাঠানো হয়েছে অগ্নিনির্বাপণকারীদের।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মিশরের ইসমাইলিয়াতে একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন লেগেছে। এতে ওই কমপ্লেক্সের কিছু অংশ ধসে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সোমবার ভোরে ওই নিরাপত্তা বিষয়ক কমপ্লেক্সের আগুন আকাশে উঠে যাচ্ছে। প্রত্যক্ষদর্শী দু’ব্যক্তি বলেছেন, ঘটনাস্থলে পাঠানো হয়েছে অগ্নিনির্বাপণকারীদের। তারা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিলেন। ভবনের ভিতর থেকে কিছু মানুষকে বের করে আনতে দেখা গেছে। এতে কেউ হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানা যায়নি কিভাবে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।