মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, আরও ৮৭ লাখ টাকা উদ্ধার
আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
প্রথম নিউজ, অনলাইন : রাজধানীর উত্তরা এলাকা থেকে ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। এসময় তার কাছ থেকে আরও ৮৭ লাখ টাকা ও ডাকাতির টাকায় কেনা ১টি নোহা গাড়ি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট উদ্ধার হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা। আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, সোহেল রানাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির টাকায় কেনা ১টি নোহা গাড়ি জব্দ করা হয়েছে। এ নিয়ে মোট উদ্ধার হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা। ডিবি কর্মকর্তা আরও জানান, সোহেল রানা এক সময় মানি প্ল্যান্টে চাকরি করতেন। তার কাছে নকল চাবি ছিলো।
এ ঘটনায় ৭ জন ডাকাতির কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মোট গ্রেপ্তার করা হয় ১২ জনকে। এ ঘটনায় ৭ জন ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আরও একজনের নাম পাওয়া গেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় ডিবি। উল্লেখ্য, গত ৯ই মার্চ রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ডাচ বাংলা ব্যাংকের টাকা পরিবহনের একটি ডাকাতি করে একটি চক্র। এসময় চারটি ট্রাঙ্ক ভর্তি সোয়া ১১ কোটি টাকা লুটে নিয়ে যায় তারা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: