মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি: দেখতে গেলেন মির্জা ফখরুল
এনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নাটোর জেলা আহত ছাত্র নেতৃবৃন্দকে হাসপাতালে দেখতে যান। শ্যামলী স্পেশালাইজ হাসপাতালে বিএনপি স্থায়ী কমিটি সদস্য অসুস্থ মির্জা আব্বাস-এর চিকিৎসকের কাছে থেকে শারীরিক অবস্থা বিষয়ে খোঁজ নিয়েছেন।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে ভর্তি হন তিনি।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ১৭ মে মঙ্গলবার অসুস্থ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নাটোর জেলা আহত ছাত্র নেতৃবৃন্দকে হাসপাতালে দেখতে যান। শ্যামলী স্পেশালাইজ হাসপাতালে বিএনপি স্থায়ী কমিটি সদস্য অসুস্থ মির্জা আব্বাস-এর চিকিৎসকের কাছে থেকে শারীরিক অবস্থা বিষয়ে খোঁজ নিয়েছেন। সেসময় উপস্থিত ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।
গত ১৪ মে বিএনপি'র বিক্ষোভ সমাবেশের সময়ে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হামলায় কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে নাটোর জেলা ছাত্র নেতা এস এম মোস্তফা আনাম ও শরিফুল ইসলাম সুমন-কে শ্যামলী পুঙ্গ হাসপাতালে দেখতে গিয়েছিলেন মহাসচিবের সাথে ছিলেন নাটোর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কদ্দুস তালুকদার দুলু,
এছাড়া গতকাল ১৬ মে সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে সন্ধ্যায় অসুস্থ বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান-এর শারীরিক অবস্থা খোঁজ নিতে গিয়েছিলেন তিনি চিকিৎসক ও মিসেস ডক্টর আব্দুল মঈন খান এডভোকেট রোকসানা খন্দকার-এর সাথে কথা বলেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews