মামলার বাদী জব্দ তালিকা জালিয়াতি করেছে: আদালতকে ড. ইউনূসের আইনজীবী
বুধবার ১২টা ২৫মিনিটে ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসের পক্ষে জালিয়াতির আবেদনের শুনানি শুরু হলে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আদালতকে এসব কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসের মামলার বাদীর জব্দ তালিকা জালিয়াতির অভিযোগের শুনানি হচ্ছে। শুনানির শুরুতে ড. ইউনূসের আইনজীবী আদালতকে বলেন, মামলার জব্দ তালিকা ( চেক লিস্ট) বাদী কলকারখানার কর্মকর্তা জালিয়াতি করেছে।
বুধবার ১২টা ২৫মিনিটে ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসের পক্ষে জালিয়াতির আবেদনের শুনানি শুরু হলে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আদালতকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাদী আমাদেরকে যে চেক লিস্ট দিয়েছে, আর আদালতে যেটি দিয়েছে তার সাথে মিল নেই। মামলার উপাদান তৈরি করতে নিজেদের মতো জালিয়াতি করে জব্দ তালিকা তৈরি করে আদালতে জমা দিয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে উপস্থিত আছেন এডভোকেট খুরশীদ আলম খান।
নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৯ই সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক শ্রম পরিদর্শক। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। গত ৬ই জুন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক।