মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, ট্রাকচাপায় স্ত্রী নিহত
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজধানীর সবুজবাগে মানিকদিয়া ক্লাবের সামনের মোড়ে ট্রাকচাপায় নিহত হন জেরিন। এ ঘটনায় তার স্বামী ফখরুল আহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
প্রথম নিউজ, ঢামেক প্রতিবেদক : স্বামীর মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন জেরিন তাসনিম (২৭)। কিন্তু তার আর কর্মস্থলে যাওয়া হয়নি। তার আগেই একটি ট্রাক জেরিনের জীবন কেড়ে নেয়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজধানীর সবুজবাগে মানিকদিয়া ক্লাবের সামনের মোড়ে ট্রাকচাপায় নিহত হন জেরিন। এ ঘটনায় তার স্বামী ফখরুল আহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
নিহত জেরিন গুলশানের এস কে গার্মেন্টসের মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। আর তার স্বামী ধানমন্ডিতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তাদের বাসা যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায়।
নিহতের স্বামী মো. ফখরুল বলেন, দুজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় মানিকদিয়া ক্লাবের সামনে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী জেরিন ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে তাকে ট্রাকটি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।