ভারত নয়, ইংল্যান্ডকে ফেভারিট মানছেন গাভাস্কার

ভারত নয়, ইংল্যান্ডকে ফেভারিট মানছেন গাভাস্কার

প্রথম নিউজ, ডেস্ক : ২০১১ সালের পর আবার বিশ্বকাপের আয়োজক হয়েছে ভারত। সদ্য এশিয়া কাপ জিতেছে তারা। র‍্যাঙ্কিংয়েও ভারতই এখন এক নম্বর দল। আর ২০১১ সালের পর থেকে আয়োজকেরাই জিতছে বিশ্বকাপ। সব মিলিয়ে ভারতকে ফেবারিট মানতে অনেকেরই আপত্তি নেই।

তবে বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার ভারতকে নয়, ইংল্যান্ডকেই ফেবারিট বলছেন। স্টার স্পোর্টসের এক আলোচনায় বর্তমান চ্যাম্পিয়নদের অলরাউন্ডারের তালিকার দিকে তাকাতে বলেছেন সবাইকে।

গাভাস্কার বলেন, ‘বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডই ফেবারিট। কারণ ওদের ওই ধরনের প্রতিভা আছে। টপ অর্ডারে আছে, পুরো ব্যাটিং অর্ডারে আছে। ওদের দুই তিনজন বিশ্বমানের অলরাউন্ডার আছে। যারা ব্যাট বা বল হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে জানে। এছাড়া ওদের বোলিং লাইনআপটাও দারুণ। অভিজ্ঞ বোলিং লাইনআপ। আমার কাছে তাই ওরাই এগিয়ে।’

তবে সাবেক পেসার ইরফান পাঠান ভারতকেই এগিয়ে রাখছেন। একই অনুষ্ঠানে হাজির হওয়া ইরফান বলেছেন, ‘ভারত কেমন করে সেটা দেখার অপেক্ষায় আছি। আমার ধারণা ওরা নিশ্চিতভাবে ফেবারিটদের একটি। কারণ গত কয়েকটি সিরিজে, এশিয়া কাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত যেভাবে খেলেছে। তাছাড়া ঘরের মাঠে খেলা। আমার ধারণা ওরা সব বাক্সেই টিক দিচ্ছে।’