ভারতে গরুর গোশত বহনের অভিযোগে আবারো মুসলিমকে হত্যা, গ্রেফতার ৩
কয়েক বছর ধরে দেশটিতে এমন হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। ওই ব্যক্তিকে হত্যায় তিন অভিযুক্তকে গ্রেফতারের কথা জানিয়েছে দেশটির পুলিশ।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গরুর গোশত বহনের অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কয়েক বছর ধরে দেশটিতে এমন হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। ওই ব্যক্তিকে হত্যায় তিন অভিযুক্তকে গ্রেফতারের কথা জানিয়েছে দেশটির পুলিশ। হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তির নাম নাসিম কোরেশি (৬৫)। তাকে গত মঙ্গলবার গণপিটুনি দিয়ে হত্যা করে হিন্দু উগ্রবাদীরা। ভারতের কিছু কিছু অংশে গরুর গোশত বহন, বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন, যাদের বেশিরভাগই কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির শাসনাধীন। আদালতে দায়ের করা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০ জনের অধিক লোক কুরেশিকে ঘিরে ধরে আক্রমণ করে।
বিবৃতিতে আরো জানানো হয়, পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বিহারের রসুলপুর থানার পুলিশ প্রধান রামচন্দ্র তিওয়ারি বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে শনিবার বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হিন্দুত্ববাদে গরুকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। তাই যারা গোশত বা চামড়ার জন্য গরু জবাই করছে তাদের ওপর প্রায়ই আক্রমণ হচ্ছে ভারতে। প্রধানত সংখ্যালঘু মুসলিম জনসংখ্যার মানুষ বা ভারতের প্রাচীন বর্ণপ্রথায় যাদের নিচু স্তরের হিসেবে গণ্য করা হয়, তারাই এ আক্রমণের শিকার হচ্ছেন।
উগ্রবাদী হিন্দু গোষ্ঠীগুলো দাবি করে আসছে যেন ভারতজুড়ে গরু জবাই পুরোদমে নিষিদ্ধ করা হয়। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার ২০১৪ সালে ভারতের ক্ষমতায় আসার পর থেকেই নিজস্বভাবে গড়ে ওঠা গো-রক্ষা গোষ্ঠী নিজেরাই আইন প্রয়োগ করছে। তবে বিহারে বর্তমানে শাসন ক্ষমতায় একটি আঞ্চলিক দল, সেখানে বিরোধী দলের আসনে বিজেপি।
সূত্র : আলজাজিরা, দ্য ওয়্যার
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: