বৃহস্পতিবার কোন জেলায় কতক্ষণ কারফিউ শিথিল
প্রথম নিউজ, অনলাইন : নির্বাহী আদেশে টানা তিনদিনের সাধারণ ছুটির পর সীমিত পরিসরে খুলেছে অফিস। বুধবার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে সরকারি, বেসরকারি এবং সায়ত্ত্বশাসিত অফিস। এদিন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল করা হয়। অর্থাৎ দিনের বেলায় এই জেলাগুলোতে সাত ঘণ্টা কারফিউ শিথিল ছিল। এছাড়া অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময় জেলা প্রশাসকরা নির্ধারণ করেন।
একইভাবে বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকাসহ পার্শ্ববর্তী তিন জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এছাড়া অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময় জেলা প্রশাসকরা নির্ধারণ করেছেন।
রাজবাড়ী
পরিস্থিতি বিবেচনায় রাজবাড়ীতে কারফিউ শিথিলের সময়সীমা ৩ ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত বলবত থাকবে কারফিউ।
রাজশাহী
রাজশাহীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাকি সময় কারফিউ বলবত থাকবে।
যশোর
যশোরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ বলবত থাকবে।
বরিশাল
বরিশালে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কারফিউ জার
খুলনা
খুলনায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর বাকি সময় জেলায় কারফিউ জারি থাকবে।
হবিগঞ্জ
হবিগঞ্জে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি সময় কারফিউ জারি থাকবে।
কুমিল্লা
কুমিল্লায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ জারি থাকবে।
সিলেট
সিলেটে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ জারি থাকবে।
রংপুর
রংপুরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাকি সময় কারফিউ বলব থাকবে।
বগুড়া
বগুড়ায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় পুরো জেলায় কারফিউ জারি থাকবে।
ভোলা
চলমান কারফিউর শিথিলের সময় বাড়ানো হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে কারফিউ শিথিল। রাত ৮টার পরে আবার পূর্ণরায় বলবত থাকলে কারফিউ।