বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান
প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বকাপে এই পাকিস্তানের কাছে হেরেই বাড়ি ফেরা নিশ্চিত করেছিল টাইগাররা। সেই ধাক্কা না কাটতেই আরও একবার পাকিস্তানের কাছেই হারতে হলো বাংলাদেশকে। তবে এবার দল ভিন্ন। নারী ক্রিকেটে ঘরের মাঠে বাংলাদেশকে বড় ব্যবধানের হার উপহার দিয়েছ সফরকারী পাকিস্তানি নারী দল। আইসিসি ওম্যানস চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটাও সুন্দর হলো না টাইগ্রেসদের জন্য।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৫ উইকেটে হারাল পাকিস্তান নারী দল। মিরপুর শেরে-এ বাংলা স্টেডিয়ামে আজ শনিবার বাংলাদেশের দেওয়া ৮২ রানের লক্ষ্য ১৫১ বল বাকি থাকতেই সহজেই তুলে নেয় পাকিস্তান নারী দল।
এদিন মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই দেখে শুনে শুরু করে পাকিস্তান নারীরা। তবে দলীয় ১৮ রানে ফিরে যান ওপেনার শাদাব শামস। এরপর সিদরা আমিনকে ফিরিয়ে আবারো পাক শিবিরে আঘাত হানে টাইগাররা। পরে দলীয় ২৭ রানে ফিরে যান আরেক ব্যাটার বিসমাহ মারুফ।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক নিধা দার। অন্যপ্রান্তে দ্রুত আরেক উইকেট হারালে চাপে পড়ে যায় পাকিস্তান। তবে সে চাপকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি পাকিস্তান অধিনায়ক নিধা। আলিয়া রিয়াজকে নিয়ে জয়ের বন্দরে নোঙর করতে থাকতে তিনি। অবশ্য আলিয়া দলের জয় ১২ রান দূরে থাকা অবস্থায় বিদায় নেন। পরে বাকি কাজ সারেন নিধা, ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই অধিনায়ক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছের নাহিদা আক্তার। এছাড়া ১টি উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন।
এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল মোটে ৮১ রান।