বরিশালে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
প্রথম নিউজ, বরিশাল : বরিশালে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ফয়সাল আহমেদ প্রিন্স হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এই রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলী সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু। তিনি জানান, ২০১৯ সালে ৫ মার্চ রাত ১১টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০নং গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামে টিউবওয়েল বসাতে আসা শ্রমিক রাসেল হাওলাদার, শাহীন, বেল্লাল ও ইদ্রিস মিলে ওই এলাকার ভাড়ায় চলিত মোটরসাইকেল চালক ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) মাথায় আঘাত করে হত্যা করেন। পরে তার মোটরসাইকেল, মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ওই বছর ৬ মার্চ বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২০ সালের ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২৮ জন স্বাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষগ্রহণ শেষে রাসেল হাওলাদারকে মৃত্যুদণ্ড এবং বেল্লাল বয়াতি, শাহিন বয়াতি, ও ইদ্রিস হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের বাবা শহিদুল ইসলাম। তবে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী আতিকুর রহমান রিয়াজ।