বর্গা জমি ফেরত নেওয়ায় মুগডালগাছে বিষ
অভিযুক্ত মো. মহসীন (২৮) একই এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে। তিনি ভুক্তভোগী কৃষক জলিলের ভাতিজা।
প্রথম নিউজ, বরগুনা: বরগুনায় বিষ প্রয়োগ করে চাচার ২১ শতাংশ জমির মুগডালগাছ নষ্ট করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। বর্গা দেওয়া জমি ফেরত আনায় এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেন কৃষক রেজাউল ইসলাম জলিল। বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পূর্ব ঘটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. মহসীন (২৮) একই এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে। তিনি ভুক্তভোগী কৃষক জলিলের ভাতিজা।
জানা যায়, জলিলের ২১ শতাংশ জমিতে বর্গা নিয়ে মুগডাল আবাদ করেন মহসীন। কিন্তু বিগত দিনে মহসীনকে বর্গা দিয়ে প্রাপ্য ফসল না পেয়ে নিজের জমি ফেরত আনে জলিল। এরপর ওই মুগডাল খেতের নিজেই পরিচর্যা করে। গত সোমবার (১১ এপ্রিল) দুপুরে এই জমিতে ফ্লোরা (ভিটামিন) ওষুধ দেন জলিল। পরদিন সকালে জলিল ক্ষেতে গিয়ে দেখতে পান সব মুগডালের গাছ মারা গেছে। মহসীন বিষ দিয়ে ফসল নষ্ট করেছেন বলে অভিযোগ করেন জলিল।
স্থানীয় কয়েকজন কৃষক জানান, এই জমিতে প্রথমে মহসীন ও পরে জলিল ওষুধ দেন। এর পরদিন মাঠে গিয়ে তারা দেখতে পান জলিলের সব ডালগাছ মারা গেছে। তবে তারা বলেন, জলিলের ওষুধে গাছ নষ্ট হয়নি, কারণ জলিল একই ওষুধ পাশের দুটি খেতেও দিয়েছেন। ওই খেতের ডালগাল ঠিক আছে।
হানিফ ও মিরন নামের দুই কৃষক বলেন, মহসীন ও জলিল দুজনেই একই জমিতে ওষুধ দিয়েছে। তবে জলিলের জমিতে গাছ মরেনি। জলিল তার জমিতে যে ওষুধ দিয়েছে, আমাদের জমিতেও একই ওষুধ দিয়েছে। তার ওষুধে বিষ থাকলে আমাদের ফসলও নষ্ট হতো। আমাদের মহসীনকে সন্দেহ হচ্ছে। ও এমনটা করতে পারে।
ভুক্তভোগী কৃষক জলিল বলেন, মহসীন আমার ভাতিজা। ও এই জমিতে বর্গা চাষ করত। কিন্তু ও আমাকে প্রাপ্য ফসল না দেওয়ায় আমার জমি নিয়ে যাই। এতে ক্ষোভে আমার ২১ শতাংশ জমির মুগডাল নষ্ট করেছে। তিনি বলেন, বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্যদের জানালে মহসীন যত ডাল নষ্ট হয়েছে তার অর্ধেক টাকা জরিমানা দিতে রাজি হয়। কিন্তু আমার জরিমানার দরকার নাই, আমি ন্যায়বিচার চাই। আমি থানায় মামলা করব।
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত মহসীনের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার ফোন নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ গতকাল মুঠোফোনে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। কেউ যদি অভিযোগ করে তাহলে তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews