বোমা হামলার জন্য ‘র’কে দায়ী করলো পাকিস্তান

শুক্রবার পাকিস্তানের ওই দুটি প্রদেশে ভয়াবহ দুই আত্মঘাতী হামলা হয়।

বোমা হামলার জন্য ‘র’কে দায়ী করলো পাকিস্তান

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: খাইবার পখতুনখাওয়া ও বেলুচিস্তানে বোমা হামলার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’কে দায়ী করেছে পাকিস্তান। তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সারফরাজ বুগতি শনিবার বলেন, পাকিস্তানের ভিতরে সন্ত্রাসী ঘটনায় জড়িত ‘র’। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। শুক্রবার পাকিস্তানের ওই দুটি প্রদেশে ভয়াবহ দুই আত্মঘাতী হামলা হয়। এতে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে। এতে কমপক্ষে ৫৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

শনিবার কোয়েটায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বুগতি। তিনি বলেন, কর্তৃপক্ষ জানে এসব কর্মকাণ্ডে কারা জড়িত। পাকিস্তানিদের প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেয়া হবে বলে তিনি প্রত্যয় ঘোষণা করেন। তিনি সব রকম সন্ত্রাস নির্মূলে সব রকম উৎস ব্যবহারের আহ্বান জানান। বলেন, উগ্রপন্থি এবং তাদের মদতদাতাদের কোনো স্থান নেই পাকিস্তানে।