বনানীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মহাখালী রেল গেট এলাকায় বনানী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং বর্তমান সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম জিহানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।  

বনানীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রথম নিউজ, ঢাকা: বনানীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে বিদেশের সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার বিকেলে মহাখালী রেল গেট এলাকায় বনানী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং বর্তমান সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম জিহানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।  

এ সময় নেতাকর্মীরা অবিলম্বে খালেদা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে বিদেশে তার চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।  নেতাকর্মীরা বলেন, দীর্ঘ একযুগ পরে কোন ওয়ার্ড এর মিছিল। 

এই সময় উপস্থিত ছিলেন বনানী ২০ নাম্বার ওয়ার্ড ছাত্রদল নেতা আনিবুর রহমান সোহান, মোয়াম্মর রহমান, রায়হান আহম্মেদ রেদোয়ান, রফিকুল ইসলামের প্রান্ত, মেহেদী হাসান মুরাদ, সাগর আহম্মেদ সহ ২০ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।