বনানীতে অ্যাম্বুলেন্সে আগুন
গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অবশ্য অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর বনানী কবরস্থানের সামনের সড়কে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অবশ্য অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। এই তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (প্যাট্রল ইন্সপেক্টর) আ ম একরামুল হাসান। পুলিশ কর্মকর্তা একরামুল বলেন, বনানী কবরস্থানের সামনে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মাত্র ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
একরামুল হাসান বলেন, অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর চালক সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। কোনো রোগী অ্যাম্বুলেন্সে ছিল না। অবশ্য ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, অ্যাম্বুলেন্সের অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে সংঘটিত হয়েছে, সেটি তদন্ত সাপেক্ষে জানা সম্ভব হবে।