বজ্রপাতে সারা দেশে ১১ জনের মৃত্যু
দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নারীসহ ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯ জন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নারীসহ ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯ জন। এর মধ্যে কুমিল্লার চান্দিনা, সদর দক্ষিণ, দেবীদ্বার ও বুড়িচং উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুই কৃষকসহ চারজনের মৃত্যু হয়েছে। কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-চান্দিনার শ্রীমন্তপুরের দৌলতুর রহমান (৪৭), সদর দক্ষিণ উপজেলার সুরজোনগরের আতিকুল ইসলাম (৫০), দেবীদ্বারের ধামতি গ্রামের মুখলেছুর রহমান (৫৮) ও বুড়িচং উপজেলার রাজাপুরের আলম হোসেন (২২)।
এদিন বজ্রপাতে রাঙ্গামাটিতে তিনজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। মৃতরা হলেন-রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়ার নজির আহমেদ (৫০), বাঘাইছড়ি উপজেলার বাহারজান বেগম (৫৫) ও সাজেকের এক ত্রিপুরা গৃহিণী (৩৭)। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান এই তথ্য জানিয়েছেন।
অন্যদিকে সাজেকের লংথিয়ানপাড়ায় বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে এক ত্রিপুরা গৃহিণীর মৃত্যু হয়েছে। কক্সবাজারের পেকুয়া উপজেলার ছড়িপাড়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-দিদারুল ইসলাম (৩৫) ও মো. আরমান (২৫)।
স্থানীয় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী জানান, ভোরে কোদাইল্লাদিয়া এলাকায় লবণ খেতে কাজ করার সময় বজ্রপাতে দিদার ঘটনাস্থলেই মারা যান। রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শিকদার জানান, সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আরমান মারা যান।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেইজি চক্রবর্তী জানান, নিহত ইয়াসিন আরাফাত উপজেলার ইব্রাহিম পাড়ার বাসিন্দা ছিলেন।
সিলেটের কানাইঘাট উপজেলার দীঘিরপাড়া পূর্ব ইউনিয়নে বিকেলে বোরো ধান কাটার সময় এক কৃষকের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন। দিঘীরপাড়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।