বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই

প্রথম নিউজ, অনলাইন:    বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। রবিবার (০২ মার্চ) সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে কোথায় কখন তার জানাজা ও দাফন হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি শায়রুল কবির খান।

অধ্যাপক শাহিদা রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী। রফিকুল ইসলাম মিয়া নানা শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তবে তার স্ত্রী এত দিন সুস্থ ছিলেন।
হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা গেলেন।