বিএনপির গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন

আজ রোববার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন। 

বিএনপির গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন
বিএনপির গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন

প্রথম নিউজ, ডেস্ক: ১০ দফা যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে আগামী ১১ই জানুয়ারি রাজধানীসহ সারাদেশের বিভাগীয় শহরে গণঅবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। তবে পূর্বঘোষিত ওই কর্মসূচির সময় পরিবর্তন করেছে বিএনপি। সকাল ১০টার পরিবর্তে ১১টায় গণঅবস্থান শুরু হবে এবং শেষ হবে বেলা ৩টায়। আজ রোববার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন। 

এরআগে গত ৩০শে ডিসেম্বর গণমিছিল পূর্ব সমাবেশ থেকে ১১ই জানুয়ারি গণঅবস্থানের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তখন তিনি বলেছিলেন, ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ দফা দাবি আদায়ে গণঅবস্থান করবেন দলের নেতাকর্মীরা।
 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom