ফরিদপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা
ফরিদপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আইনুদ্দিন মোল্যা (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : ফরিদপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আইনুদ্দিন মোল্যা (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১০ জুলাই) শহরের পূর্ব খাবাসপুর মোড়ে এ ঘটনা ঘটে।
আইনুদ্দিন মোল্যা জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ছেলেদের সঙ্গে শহরে বসবাস করেন।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে আইনুদ্দিনের ছেলে বিজয় হোটেল থেকে বের হওয়ার সময় একই এলাকার মিন্টু তালুকদারের ছেলে তাসকিনের পায়ে ধাক্কা খান। এনিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তাসকিন সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণ পর আবার ফেরত আসেন। বিষয়টি সুরাহার জন্য বৃদ্ধ আইনুদ্দিন তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় তাসকিন তার বুকে চাকু বসিয়ে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews