ফেনসিডিলের টাকা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ী খুন
প্রথম নিউজ, রাজশাহী: ফেনসিডিলের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে হাবিব (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঈশা নামের অপর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত হাবিব পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ব্যাড়পাড়ার গোলাপের ছেলে। ঈশা সোনায়কান্দি এলাকায় মৃত জালেপের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গত ১০ জুলাই রাতে হাবিব ফেনসিডিলের টাকা নিয়ে দ্বন্দ্বে হামলার শিকার হন। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পরে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ জুলাই) তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমার (১০ জুলাই) রাতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঈশার সাথে ফেনসিডিলের টাকা নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে হাবিবের। এ ঘটনাকে কেন্দ্র করে ঈশার নেতৃত্বে অজ্ঞাত বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় হাবিবের উপর। এতে হাবিব গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেন। হাসপাতালের চিকিৎসকরা হাবিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। সেখানে ৮ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ হাবিবের মৃত্যু হয়।
ওসি বলেন, হাবিব নিহতের ঘটনায় তার বাবা গোলাপ বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়। এই মামলার প্রধান আসামি ঈশাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে হাবিবকে আঘাত করা ধারালো অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।