পল্টনে স্টেডিয়ামের পাশে মিলল বৃদ্ধের মরদেহ
শনিবার (০৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামের পাশের চলাচলের স্থান থেকে অজ্ঞাত (৭৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে তার নাম-ঠিকানা জানার চেষ্টা করা হবে।
শনিবার (০৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
তিনি বলেন, দুপুরের দিকে আউটার স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভবঘুরে হয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, তার নাম ঠিকানা কিছুই জানায় যায়নি। তবে তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করে নাম-ঠিকানা জানার চেষ্টা করা হবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।