প্রেসিডেন্ট নির্বাচন ১৯শে ফেব্রুয়ারি
রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

প্রথম নিউজ, অনলাইন : দেশের ২২তম প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল কমিশন সভা শেষে ইসি ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১২ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৩ই ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
নির্বাচনী কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে। বিএনপি’র সাত সদস্য পদত্যাগ করায় বর্তমানে ৩৪৩ জন সংসদ সদস্য রয়েছেন, যাদের মধ্যে ৪৯ জন সংরক্ষিত নারী আসনের সদস্য। ভোটের জন্য জাতীয় সংসদের একটি বৈঠক ডাকা হয়। আর একক প্রার্থী হলে আইন অনুযায়ী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সেক্ষেত্রে সংসদের বৈঠকের প্রয়োজন হয় না। সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের পর দেশে এখন পর্যন্ত একবারই রাষ্ট্রপতি পদে ভোটাভুটির প্রয়োজন পড়েছিল। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। আগামী ২৩শে এপ্রিল শেষ হবে তার মেয়াদ। সংবিধান অনুযায়ী, ২৩শে ফেব্রুয়ারির মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: