পুরস্কারের পুরো টাকা সহশিল্পীকে দিলেন রওনক
প্রথম নিউজ, ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে ১ লাখ টাকা জিতেছেন তিনি। তবে চমকপ্রদ খবর হলো, কুইজ জিতে পাওয়া সেই টাকার পুরোটাই তিনি চিকিৎসার জন্য সহশিল্পীকে দিয়েছেন।
টেলিভিশনের গুণী অভিনেত্রী আফরোজা হোসেন জরায়ু ক্যানসারে আক্রান্ত। ব্যয়বহুল চিকিৎসা খরচ। তাই মানবিকতার পরিচয় দিয়ে রওনক হাসান তার অর্জিত টাকা চিকিৎসার জন্য দিলেন।
রওনক বলেন, গ্রীন টিভি’র ‘১১ নাম্বার গাড়ি’ অনুষ্ঠানের কুইজে জিতে নেন এই টাকা। এই টাকা আমাদের প্রিয় সহশিল্পী ক্যানসারে আক্রান্ত আফরোজা আপার হাতে তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে। ভারতে চিকিৎসা নিচ্ছেন আফরোজা আপা। সবাই প্রার্থনা করবেন তার জন্য। আমরা সবাই এক পরিবার।’
রওনকের এ মানবিকতা বেশ প্রশংসা পাচ্ছে। অনেক শিল্পীই রওনকের স্ট্যাটাসটি শেয়ার দিয়ে তাকে ধন্যবাদ জানান।
গত বছর ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী আফরোজা হোসেনের। শুরুতে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাই নেওয়া হয়েছে।
ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছিল আফরোজার পরিবার। বিপদের এ সময় অভিনয়শিল্পী সংঘ পাশে দাঁড়িয়েছে এই অভিনেত্রীর।