পরিমলের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (এনএইচএ) রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর পর এবার তার স্ত্রী সোমা সাহার (৪৪) বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পরিমলের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পরিমলের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম নিউজ, রাজশাহী : জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (এনএইচএ) রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর পর এবার তার স্ত্রী সোমা সাহার (৪৪) বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে মঙ্গলবার দুপুরে মামলাটি করা হয়। সোমা সাহার অবৈধ সম্পদের পরিমাণ তার স্বামী পরিমল কুমার কুরীর সম্পদের চেয়ে দ্বিগুণেরও বেশি। আসামি সোমা সাহা একজন গৃহিণী। এদিকে দুদকের এজাহারে সোমা সাহার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আগের দিন সোমবার আয়বহির্ভূত ৫০ লাখ ৪৩ হাজার ৫১৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে পরিমলের বিরুদ্ধে পৃথক একটি মামলা হয়। মামলার পর থেকে পরিমল কুমার কুরী পলাতক বলে জানা গেছে। 

মামলা দুটির বাদী রাজশাহী অঞ্চল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আমির হোসাইন অভিযোগে বলেন, প্রকৌশলী পরিমল কুমার কুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে। একই আইনে মামলা করা হয়েছে তার স্ত্রী সোমা সাহার বিরুদ্ধেও। মঙ্গলবার মামলার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে এজাহারসহ নথিপত্র পাঠানো হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে, প্রকৌশলী কুরীর স্ত্রী সোমা সাহা একজন গৃহিণী। তার কোনো বৈধ আয়ের উৎস নেই। তিনি তার স্বামীর আয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল। সোমা তার স্বামী পরিমল কুমার কুরীর অসাধু উপায়ে অর্জিত অর্থকে বৈধ করার অপচেষ্টার অংশ হিসেবে নিজে ১ কোটি ১৯ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন এবং আয়কর নথিতে তা প্রদর্শনও করেছেন।

এজাহারে আরও বলা হয়, সোমা সাহা অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১৯ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়। এরপরই তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom