প্রোডাকশন সংস্থা খুললেন কৃতি স্যানন

প্রোডাকশন সংস্থা খুললেন কৃতি স্যানন

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। নিজের বোন নুপুরের সঙ্গে মিলে 'ব্লু বাটারফ্লাই ফিল্মস' নামের প্রোডাকশন সংস্থা খুললেন অভিনেত্রী। এ ঘোষণায় রীতিমতো অবাক হয়েছেন কৃতির ভক্তরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার প্রোডাকশন সংস্থা 'ব্লু বাটারফ্লাই ফিল্মস'র লোগো উন্মোচন করেন তিনি।

সংক্ষিপ্ত ভিডিও ক্লিপের সঙ্গে অভিনেত্রী বলেন, এটা নতুন কিছু জয় করতে যাওয়ার সময়। আশা করছি নতুন পথে সফল হবো। সবাই পাশে থাকবেন। তিনি আরও বলেন, নয় বছর ধরে আমি এই জাদুকরী শিল্পে রয়েছি। আমার স্বপ্নগুলো নিয়ে বেঁচে আছি। আমি ছোট থেকে পদক্ষেপ নিয়েছি, শিখেছি, বিকশিত হয়েছি এবং আমি আজ যে অভিনেত্রী হয়েছি। আরও কিছু করার, হওয়ার, শেখার, আরও গল্প বলার ইচ্ছা আছে। এখান সময় বিকশিত হওয়ার এবং নিজের সবচেয়ে সেরা কাজটা সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার। আমি সব সময় ভালো কিছু করার চেষ্টায় রয়েছি।

অভিনেত্রী কৃতির করা পোস্টে বোন নুপুর স্যাননকে ট্যাগ করেছেন এবং আগামীকাল নতুন একটি বিষয় শেয়ার করা হবে এমন একটি নতুন ঘোষণা সম্পর্কে তার ভক্তদের জানান।