‘পাগল’ বলাকে কেন্দ্র করে হামলা-মারধর, নিহত ২
নিহতরা হলেন-উপজেলার ঘোষনগর ইউনিয়নের কৃষ্টরামপুর গ্রামের ফয়জুল ইসলাম (৪৫) এবং আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিন (৭০)।
প্রথম নিউজ, নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলায় এক ব্যক্তিকে ‘পাগল’ বলাকে কেন্দ্র করে হামলা ও মারধরে দুই জন নিহত হয়েছেন। রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার ঘোষনগর ইউনিয়নের কৃষ্টরামপুর গ্রামের ফয়জুল ইসলাম (৪৫) এবং আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিন (৭০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নালাপুর মোড়ে যান ফয়জুল ইসলাম। সেখানে তাকে দেখে ‘পাগল’ বলে ডাক দেন আছির উদ্দিন। এতে তার ওপর ক্ষুব্ধ হন ফয়জুল। এ নিয়ে দুই জনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কুড়াল দিয়ে আছিরের পিঠে আঘাত দেন ফয়জুল। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে আছির উদ্দিনের মৃত্যু হয়।
এ ঘটনার পর স্থানীয় জনতা ফয়জুলকে নালাপুর মোড়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ফয়জুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সেটা নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ পরিষ্কার হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews