পাকিস্তানি সাংবাদিককে গুলি করে হত্যা

রোববার রাতে শুক্কুর জেলায় কুইন্স রোডে সেইন্ট সেভিয়র স্কুলের কাছে মোটরসাইকেলে করে সশস্ত্র কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে গুলি করে।

পাকিস্তানি সাংবাদিককে গুলি করে হত্যা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পাকিস্তানে সিনিয়র সাংবাদিক জান মোহাম্মদ মেহেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সিন্ধি একটি বেসরকারি পত্রিকা ও এর টিভি চ্যানেলে কাজ করছিলেন। রোববার রাতে শুক্কুর জেলায় কুইন্স রোডে সেইন্ট সেভিয়র স্কুলের কাছে মোটরসাইকেলে করে সশস্ত্র কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে গুলি করে। কয়েক রাউন্ড গুলি করে তারা। এ সময় মেহের তার গাড়িতে ছিলেন। তার মাথা ও চোখের কাছে বেশ কয়েকটি বুলেট বিদ্ধ হয়। পুলিশ বলেছে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সময় তার অবস্থা ছিল সংকটজনক। হাসপাতাল সূত্র বলেছেন, অপারেশন করে গুলি অপসারণের সময়ই তিনি মারা যান। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে পুলিশ মনে করছে পুরনো কোনো শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু করেছে পুলিশ।