নিয়মিত বেতনের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা নিয়মিত বেতনের দাবিতে আন্দোলন করছেন।

নিয়মিত বেতনের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা নিয়মিত বেতনের দাবিতে আন্দোলন করছেন।

আজ মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা এই আন্দোলন করছেন। কাজ বন্ধ করে আন্দোলনের বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিক মো. সেজান বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলে নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। আমরা নিজেরাই জানি না কেন টাকা কেটে ফেলে। এছাড়া আমাদেরকে নানাভাবে নির্যাতনও করা হয়।

তিনি বলেন, এই আন্দোলন থেকে আমাদের দাবি, যেন দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা হয়। এছাড়া প্রতি মাসে নিয়মিত বেতন দিতে হবে এবং কোনো টাকা কাটা যাবে না। দাবি না মানলে আমরা কাজে ফিরে যাব না।

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, শ্রমিকদের আন্দোলনের ঘটনাস্থলে সকাল থেকে থানা পুলিশ মোতায়ন রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছি।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom