নয়াপল্টনে শাহ্ মোয়াজ্জেমের প্রথম জানাজা অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার  সকাল ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।

নয়াপল্টনে শাহ্ মোয়াজ্জেমের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিক শাহ্ মোয়াজ্জেম হোসেনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  সকাল ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ অংশগ্রহণ করেন। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সেখানে উপস্থিত ছিলেন। 

পরিবার সূত্রে জানা গেছে, দ্বিতীয় জানাজা বাদ জোহর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা গুলশান আজাদ মসজিদে ৩য় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom