নেত্রকোনায় হত্যা মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোনা পৌরসভায় সাফায়েত হোসেন (৩৮) নামের হত্যা মামলার এক আসামির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 নেত্রকোনায় হত্যা মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার
 নেত্রকোনায় হত্যা মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, নেত্রকোনা :  নেত্রকোনা পৌরসভায় সাফায়েত হোসেন (৩৮) নামের হত্যা মামলার এক আসামির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজুরবাজার এলাকার একটি রাইস মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাফায়েত পৌরসভার বালুয়াখালী এলাকার ওমর আলীর ছেলে। তিনি জেলা কৃষকলীগের সদস্য ও পৌর কমিটির সাবেক আহ্বায়ক এ কে এম মাসুদ ফারুক হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে সাফায়েতের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিবলী সাদিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জাগো নিউজকে বলেন, ‘ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে সাফায়েত হোসেনকে গলা কেটে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ওসি আরও বলেন, সাফায়েত কৃষকলীগ নেতা এ কে এম মাসুদ ফারুক হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন। পূর্ব বিরোধের জেরে ২০১৮ সালের ২৯ নভেম্বর মাসুদ ফারুককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ওই মামলার আসামি সাফায়েত বর্তমানে জামিনে ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: