নেত্রকোনা-৪ আ.লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন শহীদ ইকবাল
আজ বুধবার ১৯ জুলাই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় ৩/এ থেকে মনোনয়ন ফরম ফরম সংগ্রহ করে একই দিনে জমা দেন মনোনয়ন প্রত্যাশী নেতারা।
প্রথম নিউজ, ঢাকা: নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল। এছাড়াও মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা শফি আহমেদ, এম মমতাজ হুসেন চৌধুরী।
আজ বুধবার ১৯ জুলাই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় ৩/এ থেকে মনোনয়ন ফরম ফরম সংগ্রহ করে একই দিনে জমা দেন মনোনয়ন প্রত্যাশী নেতারা।
এদিকে মঙ্গলবার ১৮ জুলাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং বুধবার দুপুরে জমা দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া নেত্রকোনা -৪ আসনে আগামী ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট অনুষ্ঠিত হবে কাগুজে ব্যালটে। নির্বাচনটি সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হবে না।
রবিবার ১৬ জুলাই নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে ২৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।
প্রসঙ্গত, নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গত ১১ জুলাই এই আসনটি শূন্য হয়।