নিজ বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, নাটোর : নাটোরে নিজ বাড়ি থেকে সালমা বেগম (৩০) নামে এক কারখানার নারীকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলী এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী একটি চিটাগুড় কারখানার কর্মী সালমা বেগমের সঙ্গে সকালে এনজিওর কিস্তির টাকা পরিশোধ নিয়ে বেকার স্বামী সাইফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল তার স্ত্রী সালমাকে মারপিট করে চলে যান। এরপর দুপুরে নিজ ঘরে সালমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে সন্তানরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। সালমার এক কন্যা ও এক পূত্র সন্তান রয়েছে।

নাটোর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি যে পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে জানান তিনি।