না’গঞ্জে কিশোর গ্যাং লীডার রাসেলসহ গ্রেফতার-৪
গ্রেফতারকৃতরা হলো, কিশোর গ্যাং চক্রের লীডার ১। মোঃ রাসেল (৩০) রিয়াদ হোসেন খান (২৩) মোঃ রবিন (১৮) আশরাফুল আলম ফয়সাল (১৮) ইমাম হাসান (১৬) তাদের কাছ থেকে ৪ টি সুইচ গিয়ার ও ১ টি নাকোল ডাস্টার উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : র্যাব-১১ বুধবার (৩০ আগস্ট) সকালে জেলার সদর থানাধীন এস.এম. সালেহ সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের লীডারসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, কিশোর গ্যাং চক্রের লীডার ১। মোঃ রাসেল (৩০) রিয়াদ হোসেন খান (২৩) মোঃ রবিন (১৮) আশরাফুল আলম ফয়সাল (১৮) ইমাম হাসান (১৬) তাদের কাছ থেকে ৪ টি সুইচ গিয়ার ও ১ টি নাকোল ডাস্টার উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে বিভিন্ন ব্যবসা
প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। তারা জনমনে ত্রাসের সৃষ্টির মাধ্যমে জনসাধারণের নিকট হতে
চাঁদাদাবী করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর
ধর্তব্য অপরাধ সংঘটন করে সদর মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাই এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।