নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিললো যুবকের মরদেহ
আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রথম নিউজ, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে আব্দুল করিম (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আব্দুল করিম সদর উপজেলার শাহবাজ ইউনিয়নের কইডলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি বেসরকারি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায়, ২৮ আগস্ট সকালে আব্দুল করিম ছোট বোনের বাড়ি মাদারগঞ্জের উদ্দেশ্যে বের হন। পরে বিকেলে বোনের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। এ কয়েকদিন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। সকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকা একটি ডোবায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নত আলী জিন্নাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।