নিখোঁজের দুদিন পর মিললো একমাত্র সন্তানের মরদেহ
আজ সোমবার সকাল ৯টার দিকে কলোনীর পার্শ্ববর্তী বাঁশঝাড়ের মধ্যে তার মরদেহটি পান স্বজনরা।
প্রথম নিউজ, সিলেট: সিলেটে নিখোঁজের দুদিন পর বাসার পাশে একটি বাঁশঝাড়ে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ মিলেছে। নিহত রাহুল দাস নগরের হাওলাদারপাড়া কালিবাড়ি এলাকার বাবুল দাসের কলোনীর বাসিন্দা রুবেল দাসের ছেলে।
আজ সোমবার সকাল ৯টার দিকে কলোনীর পার্শ্ববর্তী বাঁশঝাড়ের মধ্যে তার মরদেহটি পান স্বজনরা। খবর পেয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। শিশু রাহুল দাসের মরদেহ পাওয়ার পর তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। একমাত্র ছেলেকে হারিয়ে ওই পরিবারে শোকের মাতম চলছে। মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে ভিড় করেন বিপুল সংখ্যক উৎসুক এলাকাবাসী।
রাহুলের বাবা রাজমিস্ত্রি রুবেল দাস জানান, শনিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে রাহুল দাসকে নগরের হাওলাদারপাড়া কালিবাড়ি এলাকার বাসায় খুঁজে পাননি তারা। এরপর থেকে আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও বাচ্চাটিকে পাওয়া যায়নি। ওইদিনই এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করি। তিনি বলেন, আজ সকালে এক প্রতিবেশী বাঁশঝাড়ের পাশে গেলে বাসার প্রায় বিশ গজ দূরে বাচ্চাটির মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই কলোনীর বাসিন্দা এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews