নওগাঁয় ৩ ডাব ব্যবসায়ীকে জরিমানা
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে সহকারী পরিচালক রুবেল আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রথম নিউজ, নওগাঁ: নওগাঁয় শহরের বিভিন্ন বাজারের ডাবের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে সহকারী পরিচালক রুবেল আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে ডাবের মূল্য তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় তিন ডাব ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিআরটিসি বাস কাউন্টারে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদের দুই হাজার টাকা জরিমানা করা হয়।
নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, দুপুরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা, সোনার পট্টি, মুক্তির মোড় ও বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্রয়-বিক্রয়ের তালিকা প্রদর্শন করতে না পাড়ায় ইসলাম ডাব আড়ত ও ইমাম ডাব আড়তে ৫০০ টাকা করে জরিমানা এবং সাজু ডাব আড়তকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, একই সঙ্গে অন্যান্য ডাব ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এছাড়াও বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বিআরটিসি বাস কাউন্টারে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে।