ধানমন্ডি লেক থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ১৫ নম্বর লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, অনলাইন : রাজধানীর ধানমন্ডি লেক থেকে ভাসমান অবস্থায় মো. শাহিন আলম পাটোয়ারী (২৫) নামের এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ১৫ নম্বর লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ শাহিদী হাসান জানান, আমরা খবর পেয়ে ধানমন্ডি ১৫নং লেক থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি সে জুয়া খেলতো ও নেশা করত। সে পানিতে পড়ে মারা গেছে নাকি আত্মহত্যা করেছে বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিনে। পিতার নাম সিরাজ পাটোয়ারী।বর্তমানে মোহাম্মদপুর কাটাসুর ৩নং গলির একটি বাসায় ভাড়া থাকতো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: