দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প শুধুই তিনি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম নিউজ, ঢাকা : দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। এতে বাংলাদেশ আলোকিত থাকবে, এটা আওয়ামী লীগের ওয়াদা।
শনিবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় মহাসমাবেশে এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ আর সন্ত্রাস নৈরাজ্য দেখতে চায় না। দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। দেশের যেখানেই যাই সেখানেই শুনি শেখ হাসিনার জয়ধ্বনি।