দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ডিম্বাণু সংরক্ষণ পরিকল্পনা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দিন দিন কমছে দক্ষিণ কোরিয়ায় শিশু জন্মহার। কিভাবে এই হার বাড়ানো যায় তা নিয়ে কর্তৃপক্ষ চিন্তায় আছে। তারা নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে। তার মধ্যে অন্যতম পরিকল্পনা হলো ডিম্বাণু সংরক্ষণ করা। এই সংরক্ষণের ফলে ভর্তুকি দেবে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে আরও বলা হয় দক্ষিণ কোরিয়ায় নারীপ্রতি সন্তান জন্ম দেয়ার শতকরা হার ০.৭ ভাগ। বিশ্বে যেসব দেশে সবচেয়ে কম শিশু জন্মগ্রহণ করে তার মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। এর ফলে সেখানে প্রবীণের সংখ্যা বাড়ছে। তার তুলনায় সন্তান জন্ম নিচ্ছে কম।
ফলে দ্রুত এক সময় প্রবীণরা হারিয়ে যাওয়ার ফলে সেখানে জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই সরকার নানা রকম প্রণোদনা ও উৎসাহ দিচ্ছে সন্তানের জন্মহার বাড়তে। সিউলে বসবাস করেন জিওং নামের ৪০ বছর বয়সী একজন নারী। কর্তৃপক্ষ ডিম্বাণু সংরক্ষণের যে সুবিধা চালু করছে, তিনি তা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বলেছেন, বয়স হয়ে যাচ্ছে। তাই সন্তান নিতে চাইছি। এ জন্য দ্রুত বিয়েও করতে চাইছি। তিনি বলেন, এর আগেই তিনি পছন্দের এক ব্যক্তিকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু সব হিসাব মেলেনি। তাই পরিকল্পনা পাল্টেছেন। দক্ষিণ কোরিয়ায় ডিম্বাণু হিমায়িত করে রাখার প্রযুক্তি আছে নব্বইয়ের দশক থেকে। কিন্তু সচেতনতা ও চাহিদা ছিল কম। এখন সবাই সচেতন হচ্ছেন। তারা বুঝতে পারছেন আরও বয়স হলে সন্তান নিতে পারবেন না। তা ছাড়া সেই সন্তানকে বড় করে তোলার দায়িত্ব তাদের ওপরই। প্রবীণ ও নবীনের বয়সের ফারাক অনেক বেশি হয়ে গেলে এক সময় মারাত্মক সঙ্কট দেখা দিতে পারে।