তিন মামলায় বিএনপি নেতা সালাউদ্দিনের জামিন বহাল

 তিন মামলায় বিএনপি নেতা সালাউদ্দিনের জামিন বহাল

প্রথম নিউজ, ঢাকা : নাশকতার তিনটি মামলায় বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। সালাউদ্দিনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী জানান, ৩১ আগস্ট পাঁচটি মামলায় সালাউদ্দিন আহমেদকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এর মধ্যে তিনটি মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছিল। নো অর্ডার আদেশ দিয়েছেন আদালত।
 
কায়সার কামাল জানান, গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির ঘটনায় এসব মামলা দায়ের হয়েছিল। 

গত ৩ আগস্ট যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার। পরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, বিএনপির ডাকা সমাবেশের কোনো অনুমতি ছিল না। সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে। দুটি মামলায় সালাউদ্দিন প্রধান আসামি। সেই দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর গত ৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার মামলায় সালাউদ্দিন আহমেদকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক স্নেহাশীষ রায়।
  
আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।