তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

ইবিতে ছাত্রী নির্যাতন

তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

প্রথম নিউজ, অনলাইন : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, জেলা জজ মনোনীত বিচার বিভাগীয় একজন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপককে রাখতে বলা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলের পাশাপাশি এ আদেশ দেন। এ ছাড়া, ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে নির্যাতনে জড়িত দুই শিক্ষার্থীকে। পাশাপাশি নির্যাতনের শিকার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। গত বুধবার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে একটি রিট করেন আইনজীবী গাজী মো. মহসীন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ১২ই ফেব্রুয়ারি রাতে ওই শিক্ষার্থীর ওপর নির্যাতন চালায়। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ সেখানে ৫ থেকে ৬ জনের একটি দল তাকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত নানাভাবে নির্যাতন করেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও গালাগাল করা হয়। আর ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়া হয় বলে অভিযোগ ওঠে। সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপর অভিযুক্ত তাবাসসুম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের। ভুক্তভোগী ছাত্রীও একই বিভাগের শিক্ষার্থী।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: